পুণ্ড্র ইউনিভার্সিটিতে দুটি বাস হস্তান্তর করেছে টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (টিপিএসসি) কর্তৃপক্ষ। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে টিপিএসসির উপাধক্ষ্য মোছাঃ গুলশান আরা পারভীন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদের কাছে বাস দুটির চাবি হস্তান্তর করেন। উল্লেখ্য যে পুণ্ড্র ইউনিভার্সিটির প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র মহোদয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে- আরা বেগম এর নির্দেশে টিপিএসসি বাস দুটি হস্তান্তর করে। পুণ্ড্র ইউনিভার্সিটির পরিবহন পুলে নতুন বাস দুটির সংযোজন শিক্ষার্থীদের যাতায়াত সহজতর করবে। বাস দুটি হস্তান্তরের সময় পুণ্ড্র ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর সুজন শাহ- ই ফজলুল, টিপিএসসি অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী, প্রশাসক (পরিবহন) ড. সাইদুর রহমান এবং পিইউবি পরিবহন পুলের দায়িত্বে অনন্ত কুমার সরকার উপস্থিত ছিলেন।
- December 17, 2024
- PUB